উত্তরদিনাজপুর

শহরের নাম করা রেস্টুরেন্টের খাবার খেয়ে বিষক্রিয়া গুরুতর অসুস্থ দশজন

শহরের নাম করা রেস্টুরেন্টে খাবার খেয়ে বিষক্রিয়ায় গুরুতর অসুস্থ্ হল ১০ জন। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের সনাম ধন্য রেষ্টুরেন্টে। এই ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। অসুস্থ্যদের ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনার পরেই খাদ্য সুরক্ষা দপ্তরের উদাসীনতার অভিযোগে সরব হয়েছে স্থানীয়রা।

স্থানীয়দের অভিযোগ, খাদ্য সুরক্ষা আইনকে বুড়ো আঙুল দেখিয়ে শহরের একটি নাম করা রেস্টুরেন্ট নিম্ন মানের খাবার দিচ্ছে দিনের পর দিন। তাদের খাবার খেয়ে মানুষ মাঝে মধ্যেই অসুস্থ্য হচ্ছে। কিন্তু খাদ্য সুরক্ষা দপ্তর কোনো পদক্ষেপ নিচ্ছে না। এমনকি পৌরসভাও কোনো পদক্ষেপ নিচ্ছে না। সোমবার রাতে ইসলামপুর শহরের এন নাম করা রেস্টুরেন্টে কয়েকজন খেতে গেলে, খাওয়ারের মধ্যে টিকটিকি দেখতে পান তারা। এই ঘটনাকে কেন্দ্র করে গোটা শহরে চাঞ্চল্য ছড়িয়েছে।

এই ঘটনায় স্মৃতি দাস নামে এক যুবতি অভিযোগ করে বলে, এদিন পরিবারের সকলে মিলে স্থানীয় এক রেস্টুরেন্টে খাবার খেতে যায়। খাবার সময় দেখা যায়, খাবার থেকে টিকটিকি দেহ পরে রয়েছে। এরপর পরেই এলাকার বেশ কিছু মানুষ অসুস্থ হয়ে পরে। তাই তারা পরিবারের সকলে মহকুমা হাসপাতালে ভর্তি হয়েছেন।